রেড ভলেন্টিয়ার্স ও স্বাধীনতা সংগ্রাম [ Red Volunteers & Struggle of Independence ]


পোষ্টার - তৌসিফ হক

অমাবস্যার রাত্রীর আকাশেও যেমন কিছু তারা মিটমিট করে আলো ছড়ায় । কিছু মানুষ থাকে যারা নিজের বিপদ উপেক্ষা করে ছুটে যায় অন্যের বিপদে । ভয়ঙ্কর এই মহামারী কালেও ঠিক তেমনই একদল কিশোর- কিশোরী , যুবক - যুবতী বিপদ অগ্রাহ্য করে হাত বাড়িয়ে দিচ্ছে আর্ত - পীড়িত মানুষের দিকে । সারা দেশে যখন সৎকারের জন্য হাহাকার ঠিক তখনই এই বাংলার জীবন বাঁচানোর চ্যালেঞ্জ নিয়েছে তরুণ তুর্কির এই দল , রেড ভলেন্টিয়ার্স । করোনার দ্বিতীয় ঢেউ আসতেই মানুষের সাহায্যে ছুটে যেতে দেখা যেতে থাকে বামপন্থী আদর্শে অনুপ্রাণিত একদল তরুণ - তরুণীদের । তারপর দেশ ও বিদেশে মানুষের মুখে ছড়িয়ে পরেছে এই তরুণ তুর্কিদের নাম । বেশ কিছু ক্ষেত্রে বিরোধ, রাজনৈতিক হিংসার সম্মুখীন হতে হলেও এখনও পর্যন্ত মানুষের সাহায্যে রেড ভলেন্টিয়ার্স- র জয় যাত্রা অব্যাহত । ' রেড ভলেন্টিয়ার্স ' এই কথাটা সম্প্রতি জনপ্রিয় হলেও এটি যে বাংলার বুকে এই প্রথম না , এই খবর টা আমাদের অনেকেরই অজানা ।

যদিও কিছু বছর আগে কেরলের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ( মার্কসবাদ ) , রেড ভলেন্টিয়ার্স নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে । 2015 সালের যাদের নামকরণ হয় ' রেড ভলেন্টিয়ার কর্পস ' এবং তারা সাধারণ মানুষকে জৈবিক চাষ , আবর্জনার দূরীকরণ ইত্যাদি কাজে সাহায্য করতো । তবে এরও অনেক অনেক আগে 1928-29 সালে নদীয়ার কৃষ্ণনগরে গড়ে উঠেছিল ' রেড শার্ট ভলেন্টিয়ার ' , তাদের পোশাক ছিল লাল খদ্দরের মিলিটারি শার্ট ।

আরও পড়ুন - সিপাহী পীর – জমাদার সাহেব মামুদ জাফর

 


এরা নিয়মিত ভাবে দরিদ্র ভান্ডার , সৎকার সমিতি তে , কৃষ্ণনগরের বারোদোলের মেলায় সেবাকর্ম করতেন । কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ভাসানের রাত্রে হিংসার ঘটনা নতুন নয় , জানাযায় সেই সময়ে এক বছরে এই দল ভাসানের রাত্রে শহরের শান্তি রক্ষার দায়িত্ব গ্রহণ করেছিল । পরবর্তীকালে এই স্বেচ্ছাসেবক দলের অনেকেই আইনঅমান্য আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপে লিপ্ত হয়ে পরেন । রেড শার্ট ভলেন্টিয়ার দলটিকে কুচ কাওয়াচ শেখাতেন শরৎ মুখার্জী ( নিদে ) ও শিরীষ মুখার্জী ( বুড়ো ) নামের দুই যমজ ভাই , যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন , পরে স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র শিক্ষা দিতেন ।

সর্বোপরি বাংলার তরুণ তুর্কিরা সর্বকালেই বিপদে ঝাঁপিয়ে পড়তে জানে । তাই রেড ভলেন্টিয়ার্স কে রাজনৈতিক সংকীর্ণতা দিয়ে মাপতে যাওয়ার মত ভুল মনেহয় আর কিছু হতে পারে না ।

আরও পড়ুন - মেঘে ঢাকা তারা - সমাপ্তি টানতে না পারা একটা কাহিন



Post a Comment

2 Comments