আমার পরিচয় পাওয়া যাবে ব্লগের লেখার প্রতিটা অক্ষরে , ক্যামেরা বন্দী করা প্রতিটা ছবিতে । ব্যাক্তিমানুষটাকে হয়তো ভালো লাগবে না ,
তবুও যদি সন্তুষ্ট না হন নিচের লিঙ্কে ঘুরে আসুন
Faltufilosofar , এটা নিতান্তই একটু আঁতলামো আর আমার চোখে দেখা পৃথিবীটার গল্পগুলো । ছোটথেকে কিসসাওয়ালা বা Storyteller হতে চেয়েছি । আর Philosophy ছাড়াতো কিসসা জমবে না তা সে হোক না যতই ফালতু , আর আমি Faltufilosofar .