একটি প্রেমের গল্প

ট্রেনটা এসে থামল । বিকেলের স্টেশন তবুও প্রায় ফাঁকা । যা কিছু লোকজন দাড়িয়েছিল উঠে গেল ট্রেনে, আর যারা নামল তারা সবাই দৌড় লাগালো এদিক ওদিক ।
কড়্ কড়্ শব্দে বাজ পড়ল কাছেই । হবু রাজার বাহিনী খেপেছে আবার । ধূলোয় চোখ খোলা দায় । কোনোরকমে গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে এই ঝঞ্ঝার মধ্যেই রাস্তায় বেড়িয়ে পড়ল ছেলেটা । কিসের এতো তাড়া ! নাহ্ বাড়ি ফিরতেই হবে তাকে । দমকা হাওয়ায় এগোনো বড্ড কঠিন হয়ে যাচ্ছে । শো শো শব্দে ধুলোময় বাতাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা চত্বর । ঝড়টা যেন কমার নামই নেয় না । ঘন্টাখানেক অপেক্ষা করে গেলে কি হোতো ? কি যে হোতো তা ছেলেটি নিজেও জানেনা , আর জানলেও বলেনি সত্যিটা , এমনকি নিজের মনকেও না । পাছে তাকে বিদ্রুপের শিকার হতে হয় ।

ডিপটিউবলের মোড় পেরোলে বাড়িঘর বেশ কমে আসে । সাঁকোর কাছটাতে আসতেই আবার কড়্ কড়্ শব্দে বাজ পড়ল । সাইকেলটা হোঁচট খেল রাস্তায় পড়ে থাকা গাছের ডালে । সাইকেল সমেত ধূলোয় উল্টে পড়ল সে ।
সারা গায়ে ধূলো মাখা অবস্থায় বহুকষ্টে সাইকেলটা খুঁজেপেল । কোথাও কেটে গেল কি সেটুকুও বোঝার মতো অনূভুতি নেই । রাস্তার ধারের গাছের ডাল প্রানপনে দাপাদাপি করছে । কারোর বাড়ির টিনে দুমদাম করে আছরে পড়ছে ডালপালা । সারা রাস্তায় শুকনো পাতা-ডাল পড়ে রয়েছে দূর্ভিক্ষের লাশের মতো । সামনের তালগাছটা দৈত্যের মতো মাথা ঝাকাচ্ছে আর দুটো পেঁপে গাছ আছড়া-আছড়ি করে চলেছে সমানে ।
মেয়েটা এসে দাঁড়ালো রাস্তার ধারে । মুখে সেই লালচে লাজুক হাসি , ধূলো ঝড়ও আড়াল করতে পারছেনা মেয়েটার চোখের চিরাচরিত অস্থির অনুভূতি ।
'আজও তুমি রাস্তায় ? এই দূর্যোগেও ? ' -ছেলেটা যেন কেপে উঠল।

'প্রতিদিন তো এই এক মুহূর্তেরই সাক্ষাত , দূর্যোগের অজুহাত চলবে কেন ? '

বাতাস কমে এলো । কিন্তু থামলো না । তখনো ভয়ঙ্কর না হলেও বেশ জোড়েই মাথা ঝাকিয়ে চলেছে তাল গাছটা । জল পড়া শুরু হলো ফোঁটা ফোঁটা করে । মন এবার জানল কেন ছেলেটা অপেক্ষা করেনি ।
কোনোরকমে উঠে  দাড়িয়ে দুপা এগিয়ে গেল ছেলেটা । হাতটা টনটন করে উঠল , হয়তো মোচড় খেয়েছে । হঠাৎ করেই বিশ্রি শব্দের হুশিয়ারি দিয়ে একটা মোটরগাড়ি কাছে চলে এলো ।
নেমে এলো যবনিকা। তালগাছটা তখনও মাথা ঝাকাচ্ছে । বৃষ্টি কমে এলো ।ঝড়ও থেমে গেল একসময় ।
                                     ------------

বছর চারেক আগে লেখা গল্প এটা । হটাৎ খুঁজে পাওয়ার কারণেই এই আত্মপ্রকাশ ।



Post a Comment

2 Comments

  1. Nijer purono diner kichhu kotha mone pore gelo . ❤

    ReplyDelete
    Replies
    1. এখানেই তো স্বার্থকতা 😋

      Delete