কেনো ১৫ই অগাষ্ট ?
কোন বিশেষ ব্যক্তির আত্মগৌরবের ইঙ্গিতবাহী এই দিনটা ?
প্রায় দুশো বছরের ঔপনিবেশিক শাসনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ব্রিটিশ শক্তি ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় । ক্ষমতা হস্তান্তরের দিনটি নির্দিষ্ট করার দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কে । তাকে যখন জিজ্ঞেস করা হয় কেনো তিনি ১৫ ই অগাষ্ট দিন টিকেই বেছে নিলেন , তার উত্তরে তিনি বলেন -
“আমি যে তারিখটি বেছে নিয়েছি তা এমনি এমনি আসেনি । এটিকে আমি একটি প্রত্যুত্তর হিসেবে বেছে নিয়েছি। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এটা দেখাতে যে পুরো ঘটনার চালক একমাত্র আমি। যখন আমাকে জিজ্ঞাসা করা হল : আমি কি কোনও তারিখ নির্ধারণ করেছি , আমি জানতাম যে এটি শীঘ্রই হওয়া উচিত। আমি তখনও ঠিক এই দিনটা ভাবিনি - আমি ভেবেছিলাম এটি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে হবে এবং তারপরে আমি 15 ই আগস্ট কেই বেছে নিয়েছি। কেন? কারণ এটি ছিল জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী। "
[ “The date I chose came out of the blue. I chose it in reply to a question. I was determined to show I was the master of the whole event. When they asked: had I set a date, I knew it had to be soon. I hadn’t worked it out exactly then – I thought it had to be about August or September and then I went out to the 15th of August. Why? Because it was the second anniversary of Japan’s surrender.” ]
প্রসঙ্গত পর পর দুটি পারমাণবিক বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে ১৯৪৫ সালের ১৫ ই অগাষ্ট জাপান আত্মসমর্পণ করে । এবং এই দিনেই জাপানের অধীনে থাকা দক্ষিণ কোরিয়া তাদের স্বাধীনতা দিবস পালন করে। তার থেকেও বড় কথা হলো এই দিনটি মাউন্টব্যাটেনের কাছে আলাদা গুরুত্ব রাখে কারণ সেই সময় মিত্রশক্তির দক্ষিণ পূর্বএশিয়ার কমান্ডের কমান্ডার ছিলেন মাউন্টব্যাটেন স্বয়ং ।
যদিও জাতীয় কংগ্রেস নির্ধারিত "পূর্ন স্বরাজ" আসে ১৯৫০ সালে কিন্তু ১৯৪৭ এর ১৫ অগাষ্ট দিন টি আমাদের ভারতবাসীর কাছে চিরস্মরণীয় স্বাধীনতার দিন । আর সেখানেও সকলের অগোচরে ব্রিটিশ ভাইসরয় রেখে গেছে তাদের নোংরা আত্ম অহংকারের কালিমা ।
আরোও কিছু পড়তে, জানতে ফলো করুন এই ব্লগটি ।
Thank You
0 Comments