ক্রাংসুরির রংধনু ও গুপ্তসম্পদ [ Rainbow of Krang Suri & Hidden Secret ]


ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পূবের আকাশে তাকিয়ে ছিলাম সেদিন। পিছনে পশ্চিমাকাশে সূর্যাস্তের খেলা চলছিল । সেদিন বলতে তা প্রায় পনেরো-ষোলো বছর আগের কথা বলছি। কিছুক্ষণ আগে যখন ঘন মেঘ করে বৃষ্টি নেমেছিল, তখনই ঠিক করেছিলাম এই সুযোগ হাতছাড়া করলে হবে না । বৃষ্টি থামতেই সবার চোখ এড়িয়ে ছাদে উঠে গেছিলাম । প্রথম দেখেছিলাম আকাশজোড়া রংধনু (Rainbow)। বহু চেষ্টা করেও সাতটা রং গুনতে পারিনি। তবে কাগজের পাতার বাইরে রংধনু অনেক বেশি সুন্দর লেগেছিল সেদিন। তারপর অনেকবার দেখেছি রংধনুকে। কখনো আবার জোড়া রংধনুর সাক্ষাত পেয়েছি। একটু বড় হতেই বিজ্ঞান বইয়ের পাতায় রংধনুর রহস্য উদঘাটন হল । একসময় তো ছোটখাটো রংধনু তৈরিও করে ফেলেছি। তা সে  প্রিজম দিয়ে হোক , জ্যামিতি বক্সের স্কেলে আলো ফেলে হোক বা কালো ছাতার নিচে থেকে সূর্যের দিকে তাকিয়েই হোক। রংধনু হয়ে উঠলো সহজলভ্য আর সহজাত নিয়মে সহজলভ্যের প্রতি আকর্ষণ কমতে থাকলো অচিরেই। তারপর একসময় পদার্থবিদ্যার পরীক্ষাগারে আলো নিয়ে পরীক্ষার সময় দেখলাম সাদা আলো কিভাবে বিভিন্ন রঙের আলোতে ভেঙে যায় । রংধনু তখন আলোক বর্ণালী। ততদিনে রংধনুর সৌন্দর্যের আকর্ষণ প্রায় শূন্যের দিকে তবে পদার্থবিদ্যার মোড়কে এর প্রতি কৌতূহল অনেক বেড়েছে দিনে দিনে। এরপরও কেটে গেছে কয়েকটা বছর। বৃষ্টিস্নাত বিকেলের রংধনু বা অন্ধকার পরীক্ষাগারের বর্ণালী (Spectrum) সবই যাচ্ছিল স্মৃতির তলানীতে। ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটা কৌতুহলি ছেলে আর সব রহস্য ভেদ করতে চাওয়া এক পদার্থবিদ্যার ছাত্রের অভূতপূর্ব মিশ্রন হয়তো হতোই না যদি না সেদিন ক্রাংসুরি জলপ্রপাতে (Krang Suri Waterfall) গা ভেজাতে নামতাম ।

মেঘালয়( Meghalay) রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া (West Jayantia Hill District) পাহাড় জেলার হেডকোয়ার্টার যোয়াই (Jowai) থেকে 27 কিলোমিটার ভিতরে অবস্থিত আমালরেম (Amalrem)। এই আমালরেম (Amalrem) এ গেলেই পাওয়া যায় অপূর্ব জলপ্রপাত টি । প্রাকৃতিকভাবেই সবুজ পাহাড়ে ঘেরা জলপ্রপাতের নিচেই তৈরি হয়েছে গাঢ়ো নীল জলের ( সালফেট , Sulphate) জলাশয়।

 সূর্যের আলো কখনো-সখনো এই জলের উপরে তৈরি করে রংধনু । বরাতজোরে আমি এই স্বর্গীয় সৌন্দর্যের ভাগ পেয়েছিলাম সেদিন । গারো নীল জলের উপর ভাসতে ভাসতে ছুঁয়ে গেছিলাম রংধনুর তরঙ্গদের । 

               

ব্যাস এখানেই শেষ হয় সকল ভ্রমন প্রিয় মানুষের গল্প। কিন্তু আমার গল্পটা এত ছোট না । ক্রাংসুরি জলপ্রপাত কে ঘিরে আছে ইতিহাসের এক হারিয়ে যাওয়া কাহিনী।  যা আজ খুব কম মানুষই জানে। সাধারণ ভ্রমণ যাত্রীরা জানেনা তার খোঁজ । 

( সেই ইতিহাস জানতে পড়তে হবে পরবর্তী পর্ব )

Post a Comment

0 Comments